পিস লিলি গাছের নিচের অংশে নতুন চারা বের হয়। এই চারা উঠিয়ে অন্য টবে বুনে দিলে তৈরি হয় নতুন গাছ। বীজ থেকেও নতুন চারা গজায়। জেনে নিন কীভাবে যত্ন করলে পিস লিলি ফুলের দেখা মিলবে সারা বছর।
এঁটেল মাটি এই গাছের উপযোগী নয়। বেলে দোআঁশ মাটিতে লাগান পিস লিলি গাছ।
মাটিতে জৈব সার কিংবা ভার্মি কমপোস্ট সার মিশিয়ে দিলেই যথেষ্ট। কোনও ধরনের রাসায়নিক সারের প্রয়োগ প্রয়োজন নেই।
এটি ইনডোর প্ল্যান্ট। অতিরিক্ত রোদ তাই দরকার হয় না গাছের জন্য। তবে একেবারে অন্ধকার জায়গায় রাখবেন না। এতে গাছ বাড়বে না, সহজে ফুলও আসবে না। পরোক্ষ রোদ আসে ও আলোবাতাস চলাচল করে এমন স্থানে রাখুন টবসহ পিস লিলি গাছ।
গাছে খুব ঘনঘন পানি দেবেন না। এতে গোড়া পচে যেতে পারে। আবার খুব কম পানি দিলেও বাঁচে না পিস লিলি গাছ। মাটি বুঝে পানি দেবেন। মাটি শুকিয়ে গেলে অল্প করে পানি দিয়ে ভিজিয়ে দিন মাটি। সবচেয়ে ভালো হয় একটি ট্রের উপর পানি দিয়ে সেটার উপর টব রাখলে।
ফুল শুকিয়ে গেলে কাণ্ডটি কেটে ফেলুন।
যদি পাতার আগা বাদামি হয়ে যায়, তবে বুঝবেন প্রয়োজনের চাইতে কম বা বেশি পানি দেওয়া হচ্ছে গাছে।
মাঝে মাঝে পাতায় পানি স্প্রে করে দেবেন। এতে তাজা থাকবে পাতা।