ভয়াবহ রূপ নিচ্ছে দোনেৎস্ক অঞ্চলের লড়াই

সমকাল প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৫:০৪

আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের লুহানস্কসহ বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী দোনেৎস্ক অঞ্চলে খুব একটা সুবিধা করতে পারছে না রুশ সেনারা। তবে হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতি ছয় মাসে পড়া এ লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে দোনেৎস্ক।


কিয়েভ বলছে, দোনেৎস্কের বেশ কিছু শহরে হামলা চালিয়েছে রুশ সেনারা এবং তারা সামনে আগানোর চেষ্টা করছে। যদিও তাদের হামলা প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা। খবর রয়টার্সের।


ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলছে, দক্ষিণাঞ্চলের প্রায় ডজনখানেক শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনারা। বিশেষ করে খেরসন অঞ্চলে, যা রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে।


যদিও ইউক্রেনের দাবি, ওই অঞ্চলের বিভিন্ন এলাকা ক্রমাগত দখল করছে তারা।


সাম্প্রতিক সময়ে গোলাবর্ষণের কারণে জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুকেন্দ্র অধিকতর দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে মস্কো ও কিয়েভ।


জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাপোরিঝজিয়া এলাকাকে অস্ত্রমুক্ত এলাকা ঘোষণার দাবি করেছেন।


অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুমকি দিয়ে বলেন, যদি রুশ কোনো সেনা গুলি ছোড়েন বা বিদ্যুৎকেন্দ্রকে ঘাঁটি বানিয়ে এ কাজ করেন তবে তিনি ইউক্রেনীয় সেনাদের ‘বিশেষ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবেন। 


এ বিদ্যুৎকেন্দ্র দিনিপ্রো নদীর এক পাশে অবস্থিত। যার বিপরীত অংশ দখলে রয়েছে ইউক্রেনের। ওই অংশে নিয়মিত গোলাবর্ষণ করছে রুশ সেনারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us