শসায় থাকা পানি যেমন সুস্থতার জন্য আবশ্যক, তেমনি রূপচর্চাতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন উপকারী শসা। উজ্জ্বল ও কোমল ত্বকের জন্য কীভাবে শসা ব্যবহার করবেন জেনে নিন।
- ত্বকের শুষ্কতা দূর করতে বানিয়ে নিন শসার প্যাক। শসা কুচি করে বেটে নিন। রস বের করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- রাতে ঘুমানোর আগে একটি বোতলে পানি ভরে শসা টুকরো করে ছেড়ে দিন। পরদিন সেই পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।
- শসা গোল করে কেটে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে চোখের উপর দিয়ে ধুয়ে থাকুন ১৫ মিনিট। ডার্ক সার্কেল দূর হবে।
- শসা বেটে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের কালচে দাগ ও রোদে পোড়া দাগ দূর হবে।
- শসার রস মিশিয়ে নিন নারকেল তেলের সঙ্গে। রাতে ঘুমানোর আগে ত্বকে ম্যাসাজ করুন মিশ্রণটি। ১০ মিনিট পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।