উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার পুতিনের

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১১:৩৩

রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে তার ‘ব্যাপক ও গঠনমূলক’ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত করার অঙ্গীকার করেছে। সোমবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  একথা বলেছেন।


পিয়ংইয়ংয়ের ‘মুক্তি দিবস’-এ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে পাঠানো এক চিঠিতে পুতিন বলেছেন, এ পদক্ষেপ উভয় দেশের স্বার্থের অনুকূ।


অন্যদিকে কিম জং উন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাদের ‘সহযোদ্ধাসুলভ বন্ধুত্ব’ আরো শক্তিশালী হবে।


কিমের বিবৃতিতে বলা হয়, শত্রু শক্তির সামরিক হুমকি এবং উস্কানিকে ব্যর্থ করার জন্য দুই দেশের মধ্যে ‘কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতি’ এক নতুন উচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।


পিয়ংইয়ং ‘শত্রু শক্তি’র নাম দ্বারা চিহ্নিত করেনি, তবে এই শব্দটি তারা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উল্লেখ করতে বরাবর ব্যবহার করে থাকে।


রাশিয়ার পূর্বসূরী সোভিয়েত ইউনিয়ন একসময় উত্তর কোরিয়ার এক প্রধান মিত্র ছিল। সোভিয়েত আমলে দেশটি বিপুল অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিনিময় হতো।


কিন্তু স্নায়ুযুদ্ধের পতনের পর থেকে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। ২০০০ এর দশকের গোড়ার দিকে পাশ্চাত্য মহল থেকে রাশিয়া আবার অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে দুদেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us