পাকা চুল তুললে কি আরও বেশি গজায়?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ২০:২৫

পাকা চুল টেনে তুলে ফেললে আরও পাকা চুল গজায় বা আশেপাশের আরও চুল পেকে যায়- এমন কথা আমাদের কমবেশি অনেকেরই শোনা হয়েছে। বিশেষ করে বাড়ির নানি-দাদি বা মুরুব্বিজনেরা এমন কথা বলে থাকেন। অনেকের ধারণা, পাকা চুল তোলার ফলে তার গোড়া থেকে যে রস বের হয়, সেই রসের সংস্পর্শে এসে আশপাশের চুলেও পাক ধরে। কতটা বাস্তবসম্মত এই ধারণা?


বিশেষজ্ঞরা বলছেন, এ ধারণা একেবারেই ভ্রান্ত। পাকা চুল টেনে তুললে চুলের গোড়া থেকে কোনও রস বের হয় না। এছাড়া পাকা চুল তুলে ফেললে আশেপাশের অন্যান্য চুলেও পাক ধরে না। তবে পাকা চুল তোলার অভ্যাস স্বাস্থ্যসম্মতও নয়। পাকা বা কালো চুল গোড়া থেকে টেনে তোলা ক্ষতিকর। এতে চুলের পুষ্টির ভারসাম্য থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে চুলের ফলিকল নষ্ট হয়। ফাঁকা জায়গায় নতুন করে যে চুল গজায়, তা রুক্ষ ও অমসৃণ হয়। শুধু তাই নয়, চুল টেনে তোলার ফলে চাপ পড়ে মধ্য তালুতে। তা থেকে মাথা যন্ত্রণা, মাথার রগে দপদপ করার মতো সমস্যা দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us