বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চন্দরপলের শতক

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৩:৫০

চার দিনের ম্যাচের প্রথম দিনের খেলার বেশির ভাগই ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয়ও দিনও খুব বেশি ওভার খেলা হয়নি। এর মধ্যেই টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল তৃতীয় দিন পর্যন্ত ব্যাটিং করে ৯ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।


বোঝাই যাচ্ছিল, এ ম্যাচের ভাগ্যে ড্র ছাড়া আর কিছু নেই! শুধু দেখার ছিল, সাইফ হাসানের ৩৪৮ বলে ১৪৬ রানের ইনিংসের পর বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা কী করতে পারেন। খুব বেশি কিছু তাঁরা করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের প্রথম ইনিংসে মাত্র ৫টি উইকেটই ফেলতে পেরেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী–নাঈম হাসানরা।


বাংলাদেশের ৩০০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১১৫.১ ওভার ব্যাটিং করে তুলেছে ২৭৭ রান। এরপর দুই দল ড্র মেনে নিয়েছে। বাংলাদেশের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটের ৩টি নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান, অন্য ২টি উইকেট বাঁহাতি মিডিয়াম পেসার মৃত্যুঞ্জয়।


বাংলাদেশের বোলারদের হতাশ করেছেন মূলত ত্যাগনারায়ণ চন্দরপল ও আলিক আথানাজ। ইনিংসের ১০৬তম ওভারে আহত অবসর হওয়ার আগে ১০৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে। ৩৩৭ বলের ইনিংসটিতে ৯টি চার মেরেছেন তিনি।


ছয় নম্বরে ব্যাট করতে নামা আথানাজের ইনিংসটি আবার চন্দরপলের ঠিক বিপরীত ধরনের। নাঈমের বলে উইকেটকিপার জাকির আলীর কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরার আগে ৮২ রান করেছেন আথানাজ। ১২১ বলে ইনিংসটিতে তিনি ৪ মেরেছেন ৭টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us