এক-দু’বার নয়, ৯০ সেকেন্ডে টানা ১৭ বার চড় কষালেন এক মহিলা! মহিলার থাপ্পড় যাঁর গালে দমাদম পড়েছে, তিনি এক জন ই-রিকশা চালক। নয়ডার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নয়ডার সেক্টর ১১০ এলাকায় গাড়ি ও ই-রিকশার মধ্যে দুর্ঘটনা ঘটে। গাড়িতে ই-রিকশার ধাক্কা লাগার পরই মেজাজ হারান কিরণ সিংহ নামে এক মহিলা। এর পরই গাড়ি থেকে নেমে রিকশাচালকের উপর চড়াও হন তিনি।
এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, ই-রিকশা চালকের কলার ধরে ওই মহিলা তাঁর গাড়ির কাছে টেনে নিয়ে গিয়ে সপাটে চড় কষাচ্ছেন। ই-রিকশার ধাক্কায় গাড়িতে কী ক্ষতি হয়েছে, সেটাই দেখাচ্ছিলেন ওই মহিলা। ই-রিকশা চালকের উপর চেঁচামেচিও করতে দেখা গিয়েছে মহিলাকে। মোট ১৭ বার চড় মারেন তিনি। চালকের পকেট থেকে টাকাও বের করতে দেখা গিয়েছে মহিলাকে।
এই ঘটনায় ওই মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ই-রিকশা চালকের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।