পাঁচ দশকের সাহিত্যিক জীবনে সালমান রুশদির কাছে মৃত্যুর হুমকি অচেনা কিছু নয়। তবে এবার সেই হুমকি আর হুমকি হয়েই থাকেনি, সরাসরি আক্রান্ত করেছে তাকে।
শুক্রবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠান মঞ্চে ঘটল এই ঘটনা। এক ব্যক্তি দৌড়ে মঞ্চে উঠে লেখকের ঘাড়ে ও পেটে একাধিকবার ছুরি চালান। ফলাফল, অস্ত্রোপচারের পর রুশদি এখন ভেন্টিলেশনে। অবস্থা তার গুরুতর; কথা বলতে পারছেন না, একটি চোখ হারানোর ঝুঁকিতেও রয়েছেন।
হামলাকারী হিসেবে হাদি মাতার নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবক শিয়া উগ্রবাদী এবং ইরানের ক্ষমতাসীন ধর্মীয় গোষ্ঠীর লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি সহানুভূতিশীল, এমন ইঙ্গিত পাওয়ার খবর এসেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে।