জার্মানি ও পোল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত ওডার নদীতে হাজার হাজার মাছ মৃত অবস্থায় ভেসে গেছে। এতে পরিবেশগত বিপর্যয়ের সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের পানি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলীয় শহর শোয়েডেটর কাছে জার্মান তীরে ভাসমান মাছগুলো উজানে পোল্যান্ড থেকে ভেসে গেছে। গত ২৮ জুলাই প্রথম দিকে স্থানীয় ও মাছ শিকারিদের মাধ্যমেমাছের মৃত্যুর খবর পাওয়া যায়। এত মাছ মৃত্যুর বিষয়টি পোল্যান্ড কর্তৃপক্ষ থেকে অবগত না করায় ক্ষুব্ধ হয়েছেন জার্মান কর্মকর্তারা। তারা প্রাণহীন মাছ ভেসে আসা দেখতে পেয়ে অবাক হয়েছিলেন। এ বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পোল্যান্ড সরকারও।