সাতদিন ধরে কয়লা খনিতে আটকা ১০ শ্রমিক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৮:৪৮

মেক্সিকোর সীমান্তবর্তী প্রদেশ কোয়াহুইলার একটি কয়লা খনির সুড়ঙ্গের দেওয়াল ধসে পড়ায় সাতদিন ধরে সেখানে আটকে আছেন ১০ জন শ্রমিক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ মিটার গভীরের সেই খনিটিতে গত ৩ আগস্ট ধস নেমেছিল। তখন থেকে খনিকে আটকা পড়ে আছেন তারা।  মাটির গভীরে হওয়ায় খনিটিতে পানিও উঠেছিল। বিশেষ ব্যবস্থায় যন্ত্রের মাধ্যমে সেই পানি নিষ্কাশন করাও সম্ভব হয়েছে। কিন্তু খনির বিপুল ধ্বংস স্তুপ ঠেলে উপদ্রুত শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি এখনো হতভাগ্য এ শ্রমিকদের সবাই এখন পর্যন্ত বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে।


উদ্ধার কাজে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সঙ্গে কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনীও। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে বলেন, ধংসাবশেষের কারণে ঐ খনির সব পথ বন্ধ হয়ে গেছে। এমন বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমেছে যে, উদ্ধার তৎপরতা চালাতে কর্মীদের রীতিমত বেগ পেতে হচ্ছে। তবে আশার কথা হলো, দুর্ঘটনার পর খনিটিতে পানি উঠছিল। তিনটি শ্যাফটের মধ্যেমে বিশেষ ব্যবস্থায় সেই পানি বের করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us