এক মিনিটের বিমানসফরের কথা কখনও শুনেছেন? অবাক লাগলেও এমনই একটি বিমান পরিষেবা রয়েছে। সেই পথের দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার। ‘ইনডিপেনডেন্ট’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই পথ বিমানে অতিক্রম করতে সময় লাগে মাত্র এক মিনিট ১৪ সেকেন্ড।
কোথায় রয়েছে স্বল্প দূরত্বের এই বিমান পরিষেবা?এই বিমান পরিষেবা রয়েছে স্কটিশ দ্বীপপুঞ্জের পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে পর্যন্ত। দাবি করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানসফর। এই স্বল্প দূরত্ব অতিক্রম করতে খরচ হবে ১৭ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১,৬৪৫ টাকা)।