বঙ্গবন্ধু, হালের বাংলাদেশের দিকে তাকাও

সমকাল রণেশ মৈত্র প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৭:০৯

শোকাবহ ১৫ আগস্ট এসে গেল। ৪৭তম ১৫ আগস্ট। অর্থাৎ, ৪৭ বছর আগে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, বঙ্গবন্ধু হারিয়েছেন তাঁর প্রিয় বাংলাদেশ ও দেশের জনগণকে। সেই থেকে আজতক সম্ভবত বঙ্গবন্ধু জানতেই পারছেন না হালের বাংলাদেশ কেমন চলছে, কেমন আছে তাঁর প্রিয় জনগণ।


অপর পক্ষে বছর কয়েক হলো আমরা আগস্ট মাসজুড়ে এবং তার আগে কিছুকাল সপ্তাহব্যাপী এবং তারও আগে ১৫ আগস্ট এক দিনের জন্য জাতীয় শোক দিবস পালন করে আসছি- ধারণ করছি কালো ব্যাজ, ঊর্ধ্বে তুলে ধরছি কালো পতাকা, আয়োজন করছি আলোচনা বা স্মরণসভার। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের রেকর্ড দেশজুড়ে বাজানো হচ্ছে। এভাবেই পালন করে আসছি জাতীয় শোক দিবস বা শোক সপ্তাহ এবং অতঃপর প্রায় এক যুগব্যাপী শোকের মাস।


কিন্তু বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে তাঁর অবদান বাঙালির জন্য একটি স্বাধীন দেশ- এটাই যেন প্রাধান্য পাচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শিক অবদানকে (যা হলো তাঁর জীবনের শ্রেষ্ঠতম অবদান) সে আলোচনায় আমরা আদৌ স্থান দিতে দেখি না। তাই যে প্রত্যয় ১৫ আগস্ট বা আগস্ট মাসজুড়ে ঘোষিত হওয়ার কথা, তা আজ প্রায় বিস্মৃত। সে স্থলে উন্নয়নের খতিয়ান নিয়ে আমরা তাঁর নাম উচ্চারণ করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us