তারকা মা–বাবার কন্যা। তবে সারা আলী খান নিজ নামেই পরিচিত। বলিউডে তাঁর আলাদা অবস্থান। কাজের পাশাপাশি ঘুরে বেড়াতে ভালোবাসেন। কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। কখনো রেস্তোরাঁয়, কখনো সুইমিংপুলে বা সমুদ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচল থাকেন নানা সময়ের ছবি শেয়ার করে। চলুন দেখি সারা আলী খানে সাম্প্রতিক সময়ে শেয়ার করা ছবিগুলো।
১৯৯৫ সালের ১২ আগস্ট জন্ম অভিনেত্রী সারা আলী খানের।
পতৌদির নবাব পরিবারে তাঁর জন্ম।