দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ইয়ং প্রেসিডেন্টের ক্ষমা পেয়েছেন। খবর এএফপির।
আজ শুক্রবার এই ক্ষমা পান লি। দুর্নীতির দায়ে গত বছরের জানুয়ারিতে লি দোষী সাব্যস্ত হন। তাঁর আড়াই বছরের কারাদণ্ড হয়। ১৮ মাস কারাভোগের পর গত বছরের আগস্টে তিনি প্যারোলে মুক্তি পান। এবার প্রেসিডেন্টের ক্ষমা পেলেন।
দক্ষিণ কোরিয়ার বিচারবিষয়ক মন্ত্রী হান ডং-হুন বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অবদান রাখার সুযোগ দিতে লিকে তাঁর পদে পুনর্বহাল করা হবে।