রংপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, ক্ষুব্ধ জনতার আগুন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১১:২৬

রংপুরের পীরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় নুরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার মনখালী ইউনিয়নের জাফরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান ওই গ্রামের সাইফুল মিয়ার স্ত্রী।


এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন চন্দ্র শর্মা জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূর বাড়ির সামনে জাফরপাড়া-খালাসপীর গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নুরজাহান বেগম রাস্তায় হাঁটছিলেন। এ সময় সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত বালু নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় তাকে চাপা দেয়।


এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us