আরপি নামে কেউ একজন আমার জন্য হোটেল লবিতে ১০ ঘণ্টা অপেক্ষা করেছিল'। সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী রাউতেলার করা এমন দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষভ পান্ত এই বিষয়ে বলেন যে, লোকজন সাক্ষাৎকারে 'মিথ্যা' কথা বলে। নেটজগতে অভিনেতা উর্বশী রাউতেলা এবং ক্রিকেটার ঋষভ পান্তের মধ্যে বিবাদ কমছেই না।
এর আগেও বলিউডের লাস্যময়ী এই নায়িকার সঙ্গে ভারতীয় ক্রিকেটারের সম্পর্কের গুঞ্জন ভেসে উঠেছিল। দুজনের এক সঙ্গে তোলা অনেক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। মুম্বাইতে একবার একসঙ্গে দেখা যাওয়ার পর একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠে বলেও ধোঁয়া উঠেছিল নেট জগতে। তবে বলিউড হাঙ্গামার সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে উর্বশী বলেন, আমি নয়াদিল্লিতে শুটিং করছিলাম এবং রাতে পৌঁছেছি।
আমাকে দ্রুত প্রস্তুত হতে হয়েছিল। কারণ অভিনেত্রীদের প্রস্তুত হতে সময় লাগে। মিস্টার আরপি হোটেলের লবিতে আমার জন্য অপেক্ষা করছিল। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে দেখি ১৬-১৭টি মিসড কল রয়েছে ফোনে। আমার এতো খারাপ লেগেছিল যে, আমার সঙ্গে কেউ দেখা করার জন্য এসেছিল অথচ আমি গেলাম না! পরে আমি তাকে বলেছিলাম আপনি মুম্বাই এলে দেখা হবে আমাদের। পরবর্তিতে আমরা মুম্বাইতে দেখা করেছিলাম। কে এই আরপি?- এই প্রশ্নের উত্তরে উর্বশী সহজভাবে বলেছিলেন, আমি তার নাম বলবো না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন যে উর্বশী আর কারো নয়, ভারতীয় জাতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পান্তের কথাই বলছেন। এ নিয়ে তৈরি হয়েছে অনেক গুঞ্জন।