রাশিয়ার কয়লা আমদানির অর্থ পরিশোধে ভারতীয় কম্পানিগুলো বেশির ভাগ ক্ষেত্রেই এশীয় মুদ্রা ব্যবহার করছে। এতে মার্কিন ডলার এড়িয়ে চলা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি থেকেও রক্ষা পাচ্ছে। কাস্টম ডাটা ও শিল্প সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, কিভাবে ভারতের কয়লা আমদানির একটি বড় চুক্তি করা হয়েছে চীনা মুদ্রা ইউয়ানে।
নতুন করে কাস্টম ডাটায় দেখা যাচ্ছে, ডলারের বিকল্প মুদ্রায় অর্থ পরিশোধ সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার জ্বালানি তেল ও কয়লা ক্রয় বাড়িয়েছে ব্যাপকভাবে। এতে পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে মস্কোর পক্ষে পণ্য রপ্তানি যেমন সহজ হচ্ছে, তেমনি ভারতও ছাড়কৃত দামে কাঁচামাল আমদানি করতে পারছে। গত জুলাই মাসে রাশিয়া ভারতের তৃতীয় বৃহৎ কয়লা সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। এর পাশাপাশি জ্বালানি তেল সরবরাহেও দ্বিতীয় বৃহৎ দেশ। জুনের তুলনায় জুলাইতে রাশিয়া থেকে ভারতের কয়লা আমদানি এক-পঞ্চমাংশ বেড়ে হয়েছে রেকর্ড ২.০৬ মিলিয়ন টন।