জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের ফল এতক্ষণে সবার জানা। বরং হারারে স্পোর্টস ক্লাব মাঠের সকালের একটা ছবির গল্প দিয়ে শুরু করি। মাঝ মাঠের একটি উইকেট বেছে নিয়ে বাংলাদেশ দলের পেসারদের গা গরম করতে বোলিং করান অ্যালান ডোনাল্ড।
হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনের বোলিং দেখে অবশ্য সেটিকে গা গরমের বোলিং মনে হয়নি। আগুনে বোলিংয়ে পেস বোলিং কোচের বেসবল-গ্লাভসে আঘাত করছিলেন তিনজনই। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজটাকে ২-১ করার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা ছিল পেসারদের শরীরী ভাষায়।
সকালের উত্তাপটা ছিল জিম্বাবুয়ে ইনিংসের শুরুতেও। স্কোরবোর্ডে মাত্র ২৫৬ রান নিয়েও সিরিজের শেষ ম্যাচটা জেতার চেষ্টা দেখা গিয়েছে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে। হাসানের প্রথম ওভারেই আঘাত, অভিষেকেই ইবাদতের এক ওভারে জোড়া আঘাত তারই প্রমাণ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে উইকেট তুলে নিয়েছেন। তাতে চোখের পলকে জিম্বাবুয়ের ওপরের সারির ৬ ব্যাটসম্যান ড্রেসিংরুমে, স্কোরবোর্ডে রান মাত্র ৪৯।