৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে ক্রিকেট দল। হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনের জোড়া আঘাতের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। তার শিকার হয়ে ৮.২ ওভারে ৩১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ইনোসেন্ট কায়া।
২৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ২ ওপেনারের উইকেট হারায় জিম্বাবুয়ে।
ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহামুদ। তার শিকার হয়ে ফেরেন ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানো।
আগের ম্যাচেও প্রথম ওভারে এই কাইতানোকে আউট করেন বাংলাদেশ দলের তরুণ পেসার হাসান মাহমুদ।
হাসান মাহমুদের পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই মিরাজ শিকার করেন তাদিওয়ানাশে মারুমানিকে।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ রান খরচ করেন এবাদত হোসেন। আর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ৩ রানের খরচায় এবাদত শিকার করেন মাধেভেরে ও সিকান্দার রাজার উইকেট। অধিনায়ক রাজার বিদায়ে ৫.৪ ওভারে মাত্র ১৮ রানে প্রথম সারির ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।
বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও এনামুল হক বিজয়ের জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৫৬ রান করল বাংলাদেশ।
এদিন উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৪১ রান জমা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। এনামুলের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন তামিম ইকবাল।