চাপ সামলে উঠতেই ফিরলেন বিজয়

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৫:২১

হোয়াইটওয়াশ রক্ষার মিশনে খেলতে নেমে হঠাৎ তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিলো সফররত বাংলাদেশ। চতুর্থ উইকেটে দলকে চাপমুক্তই করছিলেন বিজয়-মাহমুদউল্লাহ। কিন্তু এর মাঝেই ফিফটি পূরণের পর ফিরলেন এনামুল হক বিজয়। পরে প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদউল্লাহও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৭৭ রান তুলেছে টাইগাররা।


এখন ৩১ রানে রানে আফিফ হোসেন ও ১ রানে মেহেদি হাসান মিরাজ ব্যাট করছেন।


ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা সিকান্দার রাজা। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছেন তামিম ইকবাল খান। আউট হওয়ার আগে করেন ১৯ রান। পরের ওভারে শূন্যরানে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম।


চতুর্থ উইকেটে বড় জুটিতে দলকে চাপমুক্ত করার দায়িত্ব নেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে নিজের অর্ধশতক পূর্ণ করেন বিজয়। ব্যক্তিগত ইনিংসকে নিয়ে যাচ্ছিলেন শতকের পথে। কিন্তু ৭৬ রানে কটবিহাইন্ড হন তিনি। ৭১ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। বিজয় আউট হওয়ার কিছুক্ষণ পর ৬৯ বলে ৩৯ রান করে আউট হন রিয়াদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us