বাংলাদেশ–জিম্বাবুয়ে সিরিজ: ফিরে এসেছে ২০০১-এর ভয়

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ০৯:০০

হারারে স্পোর্টস ক্লাব মাঠের সংবাদ সম্মেলনকক্ষটা স্মারকে মোড়ানো। বিশাল দেয়ালজুড়ে সাজানো ছবিতে ছবিতে জিম্বাবুয়ে ক্রিকেটের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এক পাশের বড় দেয়ালে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ২০০১ সালের একটি ছবিতে চোখ আটকে গেল। নাঈমুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ দল সেবার প্রথমবার জিম্বাবুয়ে সফর করে। হিথ স্ট্রিক ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। গ্রান্ট ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, ডগলাস ম্যারিলিয়ার, ব্রায়ান স্ট্র্যাং, ডিওন ইব্রাহিমের মতো ক্রিকেটাররা সে ছবিটার উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছিলেন।


জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণে ধবলধোলাই হওয়ার ঘটনা সর্বশেষ সেই সিরিজেই। একই বছর সেই তারকাময় দলটা বাংলাদেশ সফরে এসেছিল। ঘরের মাঠেও টেস্ট ক্রিকেটে মাত্র দুই বছরের পুরোনো দলটিকে সব কটি ম্যাচে হারায় জিম্বাবুয়ে। এরপর ঘরের মাঠে কিংবা জিম্বাবুয়ের মাটিতে, বাংলাদেশকে ওয়ানডে ক্রিকেটে আর ধবলধোলাই করতে পারেনি জিম্বাবুয়ে। ২০২২ সালে এসে বাংলাদেশ দল সেই ২০০১–এর সেই ভয়ের সামনে দাঁড়িয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে জিম্বাবুয়ে এর মধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তাদের চোখ ৩-০–এ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us