মধ্যরাতে হাসপাতাল এসে রক্ত দিলেন বাপ্পী, ধন্যবাদ জানালেন হাবিব

বার্তা২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১৮:২১

৮ আগস্ট রাত ১২ টার পর একটি শো থেকে বাসায় রিক্সাযােগে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন নৃত্যশিল্পী ঝর্ণা এবং তাঁর স্বামী রিপন। দুজনই চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সদস্য । দুজনই গুরুত্বর আহত হয়ে বর্তমানে রাজধানীর দুই পৃথক হাসপাতালে ভর্তি আছেন । এরমধ্যে নৃত্যশিল্পী ঝর্ণাকে মধ্য রাতে এসে রক্ত দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ।


এমন ভালো কাজে সাধুবাদ জানিয়ে কোরিওগ্রাফার হাবিব বার্তা২৪.কমকে বলেন, গতকাল রাতে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় পেছন থেকে প্রাইভেট কার জোড়ে ধাক্কা দেয় একটি রিক্সাকে। সেই রিক্সায় যাত্রী হিসেবে ছিলেন নৃত্যশিল্পী ঝর্ণা এবং রিপন । সেসময় রিক্সার চালকসহ তাঁরা দুজন মারাত্মক আহত হন। বর্তমানে ঝর্ণা রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং রিপন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল গভীর রাতে নায়ক বাপ্পী এসে ঝর্ণাকে রক্ত দেন। আল্লাহু তাকে নেক হায়াত দান করুন। এত রাতে এসে রক্ত দেবার ঘটনা সত্যি বিরল।



কোরিওগ্রাফার হাবিব দুজনের সুস্থতা কামনা করার পাশাপাশি নায়ক বাপ্পীকে রক্তদানের জন্য ধন্যবাদ জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us