ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইয়াবাসহ সুমন শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন শেখ ওই এলাকার চান্দু শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলেছে।