দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ডেটিং অ্যাপ। দেশে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার পরেও গোপনে চলছে প্রিয়জনের সন্ধান। এ ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথমে হচ্ছে বন্ধুত্ব। এরপর প্রেম, একান্তে সময় কাটাতে বাসায় আমন্ত্রণ। আর বন্ধুর আমন্ত্রণ রক্ষাই একসময় কাল হয়ে ওঠে। জিম্মি করে চালানো হয় নির্যাতন। এরপর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। এভাবেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র।
ডেটিং অ্যাপ ব্যবহারকারী ভুক্তভোগীরা বলছেন, দেশে বর্তমানে টিন্ডার, মিনগেল ২, ট্যানট্যান, চ্যাটিউ, নিনবো, ব্যাডো, হ্যাপন, ল্যামঅ্যাওয়ার, ট্যাগড, লভো, হাই ৫, ওয়াপলগ, সিএসএল, বু, মামবা, উওপ্লাস ও জয়ি ছাড়াও বেশকিছু অ্যাপ চালু রয়েছে।
যৌন সম্পর্ক স্থাপন ও একাকিত্ব কাটাতে কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এসব অ্যাপের প্রতি ঝুঁকছেন। এ সুযোগ নিচ্ছে অনলাইন প্রতারকচক্র। এসব অ্যাপের মাধ্যমে প্রতারকচক্রের নারী সদস্যরা প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন কথাবার্তার একপর্যায়ে একান্তে সময় কাটানোর কথা বলে পুরুষ সঙ্গীকে বলেন দেখা করতে।