পর্যটকদের নতুন গন্তব্য ছইলার চর

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১০:১৫

নদীর বুকে চর। সেই চরের তিন দিকে পানি। মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। আছে ইকোপার্কও।


পার্কের মধ্যেই চোখ জুড়ানো লেক। আছে বিশ্রামাগার। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিশখালী নদীর তীরে জেগে ওঠা চরটি ‘ছইলার চর’ নামে পরিচিত। আয়তন ৬১টি একর। প্রাকৃতিকভাবে জন্মানো ছইলাগাছের আধিক্য থাকায় এমন নাম।


ছইলা একটি লবণসহিষ্ণু বন্য প্রজাতির বৃক্ষ। বৈজ্ঞানিক নাম ঝড়হহবত্ধঃরধ ঈধংবড়ষধত্রং। টকজাতীয় ছইলার ফল কাঁচা, পাকা ও রান্না করা অবস্থায় খাওয়া যায়। এই গাছের শিকড় মাটির অনেক গভীরে প্রোথিত বলে ঝড় ও জলোচ্ছ্বাসে ভেঙে কিংবা উপড়ে যায় না। ছইলা ছাড়াও এখানে রয়েছে কেয়া, হোগল, মাদারসহ বিভিন্ন প্রজাতির গাছ। গাছে বিভিন্ন প্রজাতির পাখি শালিক, ডাহুক আর বকের সারি। চরে কোনো হিংস্র প্রাণী না থাকায় এবং অপেক্ষাকৃত নিরাপদ ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে সারা বছরই ভ্রমণপিপাসুদের ভিড় থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us