ভারতে ৮৫ শতাংশ শিশু সাইবার বুলিংয়ের শিকার

বণিক বার্তা প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ০৯:৩০

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারতের প্রায় ৮৫ শতাংশ শিশু কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। পাশাপাশি তারা অন্যদেরও বুলি করেছে, যা আন্তর্জাতিক গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা পরিষেবা প্রতিষ্ঠান ম্যাকাফি প্রকাশিত সাইবার বুলিং প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।


ম্যাকাফির বরাতে পিটিআইয়ে প্রকাশিত খবরে বলা হয়, সাইবার বুলিংয়ের মধ্যে বর্ণবাদ, ব্যঙ্গ করা, ব্যক্তিগত আক্রমণ, যৌন হয়রানিসহ অন্যান্য বিষয়ও ছিল।


গত ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্বের ১০টি দেশের ১১ হাজার ৬৮৭ জন অভিভাবক ও তাদের সন্তানদের ওপর জরিপটি চালায় ম্যাকাফি।


প্রতিবেদনে ম্যাকাফির প্রধান পণ্য কর্মকর্তা গগন সিং বলেন, ভারতে সাইবার বুলিংয়ের মাত্রা মারাত্মকভাবে বেড়েছে। প্রতি তিন শিশুর মধ্যে একজন ১০ বছর বয়সের আগেই বর্ণবাদ, যৌন হয়রানি, শারীরিক ক্ষতি সাধনের হুমকি পায়, যার ফলে বিশ্বে সাইবার বুলিংয়ের দিক থেকে ভারত শীর্ষে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us