চিকিৎসক নন, তবু নারী ও শিশু বিশেষজ্ঞ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ২১:৫৪

কুমিল্লায় প্যারামেডিকেল কোর্স করেই শিশু বিশেষজ্ঞ সেজে প্রতারণার দায়ে বিল্লাল হোসেন সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ভুয়া চিকিৎসকের চেম্বার সিলগালা করে দেওয়া হয়।


সোমবার (৮ আগস্ট) বিকেলে জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান।



বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এসএসসি পাসের পর তিন বছরের প্যারামেডিকেল কোর্স করেছেন বিল্লাল। দীর্ঘদিন ধরে এই কোর্সকে পুঁজি করে সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। সোমবার বিকেলে তার চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় বিল্লাল বিএমডিসির কোনো নিবন্ধন দেখাতে পারেননি। অথচ চিকিৎসকের পদবি ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন।


ইউএনও আরও বলেন, অভিযানে বিল্লালকে আমরা ৫০ হাজার টাকা জরিমানা করি এবং তা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিই। এ সময় তার নিজের তৈরি করা চেম্বার সিলগালা করে দিই। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুচলেকা রাখা হয় তার কাছ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us