পাকিস্তানে খাদ্যের দাম ৫-৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে: বিশ্বব্যাংক

প্রথম আলো প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ২০:৩৯

করোনা মহামারির মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। এর ধাক্কা শ্রীলঙ্কায়। দেশটির বর্তমান অবস্থা সবার জানা। সেই পথে যে কয়টি দেশ, আছে তার মধ্যে অন্যতম পাকিস্তান।


দেশটিতে খাদ্যসংকট নিয়ে নিয়মিত খবর মেলে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংক বলছে, পাকিস্তানে খাদ্যদ্রব্যের মূল্য ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশ্বব্যাংকের প্রকাশিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


বিশ্বব্যাংকের প্রতিবেদন ধরে দেশটির দ্য ট্রিবিউন ডটকমের খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের দরিদ্র দেশগুলো খাদ্য ও ঋণসংকটে ভুগছে।


গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খাদ্যঘাটতির মুখোমুখি হয়েছে আফ্রিকার দেশগুলো। এ ছাড়া মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘর ছুঁয়েছে পাকিস্তানসহ নিম্ন আয়ের অনেক দেশ। মধ্য আয়ের সব দেশেই খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে খাদ্যদ্রব্যের দাম ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।


তবে আশার কথাও শোনানো হয় বিশ্বব্যাংকের প্রতিবেদনে। বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে সমঝোতার কারণে খাদ্যপণ্যের বাজারে কিছুটা স্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে। এরই মধ্যে দুই কোটি টন গম নিয়ে কয়েকটি জাহাজ রাশিয়া-ইউক্রেনের বন্দর থেকে ছেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us