আগামী নির্বাচন সুষ্ঠু হলে ন্যূনতম ১০টি আসনও আওয়ামী লীগ পাবে কিনা সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, আগামী নির্বাচন যদি ন্যূনতম সুষ্ঠু হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ১০টি আসনও আওয়ামী লীগ পাবে কিনা সন্দেহ আছে। এটা আমার চেয়ে ভালো জানে আওয়ামী লীগ। যে কারণে কখনো বিনাভোটে, কখনো মধ্যরাতের ভোটে তারা নির্বাচন করছে। অর্থাৎ ভোটারদের ভোট থেকে দূরে রাখতে হবে- এটাই হচ্ছে তাদের কথা।
যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচন সর্বত্রই তাদের একই অবস্থা। তারা নিজেরাই জানে তাদের কী অবস্থা।