একসঙ্গে শতাধিক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ২০:২২

পাবনার ঈশ্বরদী শহরে একসঙ্গে শতাধিক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় কয়েকটি সোনার দোকানে আগুন ধরে যায়। এতে এক সোনার কর্মকার অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে রত্না জুয়েলার্সে এই দুর্ঘটনা ঘটে। 


অগ্নিদগ্ধ উজ্জ্বল কর্মকার (৪৪) ঈশ্বরদীর নুরমহল্লার বলয় চন্দ্র কর্মকারের ছেলে ও রত্না জুয়েলার্সের স্বত্বাধিকারী। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।



প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, উজ্জ্বল কর্মকার জুয়েলার্সের পাশাপাশি ব্যবহৃত মিনি সিলিন্ডারের ব্যবসা করতেন। জুয়েলার্সের দোকানে একটি সিলিন্ডার দিয়ে সোনা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা আরও প্রায় শতাধিক সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তাতে উজ্জ্বলের জুয়েলার্সের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে আগুন ধরে যায়। আগুনে সে গুরুতর দগ্ধ হয়। তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us