পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, আসামে এনসেফালাইটিস

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ১৯:২৩

করোনাভাইরাস মহামারির পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী আরেক রাজ্যে আসামেও বাড়ছে জাপানি এনসেফালাইটিসের সংক্রমণ। সব মিলিয়ে ডেঙ্গু এবং এনসেফালাইটিসে নাকাল ভারতের এই দুই রাজ্য। 



পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, কলকাতায় গত ৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। গত বৃহস্পতিবার এক কিশোরের মৃত্যুও হয় মশাবাহিত এই রোগে। অথচ এর আগের বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৪৫৭। 



এদিকে, পশ্চিমবঙ্গের ডেঙ্গুর মতোই আসামে দাপট বেড়েছে জাপানি এনসেফেলাইটিসের। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এখনো আক্রান্ত হয়ে রয়েছেন ৩৪৭ জন। গত বছর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই এনসেফালাইটিসে মৃতের সংখ্যা ছিল ৪০ জন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us