বিয়ের পরে স্বামী-স্ত্রী দুজনের জীবন বাঁধা পড়ে একই ছন্দে। একই পথের পথিক হয়ে তারা বহুদূর হেঁটে যেতে চায়। কিন্তু সেই ছন্দ সব সময় একই তালে চলে না। মানুষের মনের পরিবর্তন হতেই পারে। বিয়ের পরও তাই অন্য কাউকে ভালোলাগা একেবারে অস্বাভাবিক নয়। হয়তো আপনার স্ত্রী অন্য কারও প্রতি দুর্বল হয়ে পড়ছেন। এমন অবস্থায় কি শুরুতেই সংসার ভেঙে দেবেন? নাকি বুঝিয়ে-শুনিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসবেন?
বিশ্বাস রাখুন নিজের প্রতি
প্রথমে নিজের দিকে খেয়াল করুন। আপনি একেবারেই শুদ্ধ মানুষ? পথেঘাটে সুন্দরী কোনো নারীর দিকে কি কখনোই চোখ আটকায় না? আপনার স্ত্রীর ক্ষেত্রেও এমনটা হতে পারে। তিনি যা করছেন তা অবশ্যই ভুল তবে ক্ষমার অযোগ্য নয়। বরং এই ভুল নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গেলে সংসারটাই পড়তে পারে ভাঙনের মুখে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন তাকে সঠিক দিক দেখাতে।