চলচ্চিত্রে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব কীসের আলামত?

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ১০:৫৪

বাংলাদেশের চলচ্চিত্র জগতে পচন ধরেছে। সেখানে আর আগের মতো বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা আর সম্মানবোধ নেই। ছোটদের প্রতিও বড়দের আদর, স্নেহ, সহানুভূতির দৃষ্টি নেই। এমন অভিযোগ প্রায়ই শোনা যায়।


মাস দুয়েক আগে মৌসুমীকে কেন্দ্র করে ওমর সানী-জায়েদ খান দ্বন্দ্ব এবং সম্প্রতি খল অভিনেতা মিশা সওদাগর এবং নায়ক বাপ্পী চৌধুরীর মধ্যকার কথার যুদ্ধ যেন সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।


কিন্তু শিল্পীদের মধ্যে কেন এই দ্বন্দ্ব? এগুলো কীসের আলামত? এ প্রসঙ্গে কথা হয় প্রবীণ পরিচালক ও চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে। তাকে প্রশ্ন করা হয় সম্প্রতি ঘটে যাওয়া মিশা সওদাগর ও বাপ্পী চৌধুরীর দ্বন্দ্ব নিয়ে। সেক্ষেত্রে তিনি সিনিয়রের পক্ষই নিলেন।


দেলোয়ার জাহান ঝন্টু ঢাকা টাইমসকে বলেন, ‘একজন সুযোগ সন্ধানী হইতেই পারে। তবে এটা বলার কিছু নাই। এসব বলা ঠিক না। যদিও কথাটা খুব অশোভনীয় না। তবু জুনিয়র হয়ে সিনিয়রকে এটা বলা ঠিক না। একজন সিনিয়র এই কথাটা নিতে পারবে না।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us