কলম্বিয়ার সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্র প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, তিনিই হলেন সে দেশে প্রথমবারের মতো নির্বাচিত কোনো বামপন্থী প্রেসিডেন্ট।
এম-১৯ সশস্ত্র গোষ্ঠীর সাবেক যোদ্ধা স্থানীয় সময় রবিবার বিকেলে বোগোটা'র বলিভার প্লাজায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার করার পরিকল্পনার কথা জানান।