উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে বাঁচতে বিশ্বের সব দেশ যখন মরিয়া, ঠিক তখনই ৫১ শতাংশ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়িয়ে মূল্যস্ফীতিকে বরণ করে নিল বাংলাদেশ। দেশের ইতিহাসে জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি আরও উসকে দেবে মূল্যস্ফীতিকে, কষ্ট বাড়বে সীমিত আয়ের সব ধরনের মানুষের।
মূল্যস্ফীতিকেই এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হিসেবে ধরা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, বিশ্বের দেশে দেশে এখন মূল্যস্ফীতির যে হার, তা সামষ্টিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মূল্যস্ফীতি এখন গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতির এই চাপ কমাতে মন্দাকে গ্রহণ করে নেওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা।
মুদ্রা সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি সামাল দিতে চাইছে সব দেশ। এতে বিনিয়োগ কমছে, চাহিদাও কমে যাচ্ছে। এ কারণে ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে মন্দার লক্ষণ দেখা যাচ্ছে। এরপরও যদি মূল্যস্ফীতি না কমে এবং অর্থনীতি আরও সংকুচিত হয়, তাহলে