মোবাইল অ্যাপের ভিডিওতে জুম করার নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। পরীক্ষামূলক ফিচারটি ‘পোর্ট্রেইট’ এবং ‘ফুল স্ক্রিন ল্যান্ডস্কেপ’ দুই মোডেই চলবে। আপাতত এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন শুধু ‘ইউটিউব প্রিমিয়াম’ সেবার গ্রাহকরা। ইউটিউব জানিয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত ফিচারটি পরীক্ষা করবেন। অর্থাৎ বড় পরিসরে প্রচলনের আগে ব্যবহারকারীদের মতামত নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কম-বেশি এক মাস সময় পাবে ভিডিও প্ল্যাটফর্মটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘পিঞ্চ টু জুম’ ফিচারটি চালু করার জন্য প্রথমে যেতে হবে ইউটিউব অ্যাপের সেটিংস মেন্যুতে। মেন্যুর ‘ট্রাই নিউ ফিচার’ অংশে মিলবে নতুন পরীক্ষামূলক ফিচারটি। তবে এর জন্য অবশ্যই ইউটিউব প্রিমিয়াম সেবার সাবস্ক্রাইবার হতে হবে। ‘ট্রাই নিউ ফিচার’ ট্যাবে প্রবেশাধিকার আছে শুধু প্রিমিয়াম সেবা গ্রাহকদেরই।