Grey Hair: পাকা চুল তুললে আরও বেশি করে গজায়! আদৌ কতটা সত্যি এই ধারণা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৯:৩৮

বাড়ির দাদু-ঠাকুরমার মাথা থেকে চুপিসাড়ে পাকা চুল তুলতে গেলেই রে রে করে ওঠেন তাঁরা। পাকা চুল তুললে নাকি সে জায়গায় আরও বেশি সাদা চুল গজায়।


এর চেয়ে চুলে কলপ করেন তা-ও ভাল। অনেকের ধারণা, পাকা চুল তোলার ফলে তার গোড়া থেকে যে রস বেরোয়, তার সংস্পর্শে এসে আশপাশের চুলেও পাক ধরে। কতটা বাস্তবসম্মত এই ধারণা? এর আদৌ কি কোনও ভিত্তি আছে?কেশ বিশেষজ্ঞরা বলছেন, এ ধারণা একেবারেই ভ্রান্ত। পাকা চুল টেনে তুললে চুলের গোড়া থেকে কোনও রস বেরোয় না।


তার মানে এই নয় যে পাকা চুল তোলার অভ্যাস স্বাস্থ্যসম্মত। বিষয়টি কাঁচা বা পাকা চুলের নয়। গোড়া থেকে চুল টেনে তোলা অত্যন্ত অস্বাস্থ্যকর। এতে চুলের পুষ্টির ভারসাম্য থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে চুলের ফলিকল নষ্ট হয়। ফাঁকা জায়গায় নতুন করে যে চুল গজায়, তা রুক্ষ ও অমসৃণ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us