পাঁচ কর্মদিবস পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৬:৪৮

টানা পাঁচ কর্মদিবস পর নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৭ আগস্ট) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৫ পয়েন্ট।


উভয় বাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে ৩১ জুলাই থেকে ৪ আগস্ট টানা ৫ কর্মদিবস পুঁজিবাজারে উত্থানের পর মূল্য সংশোধন হলো।



ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৫৩৩টি শেয়ার কেনা-বেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।


এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ১২৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম।


অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us