দেশে প্রথম করোনা কিট তৈরি, খরচ ২৫০ টাকা

বণিক বার্তা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৩:০১

প্রথমবারের মতো দেশে করোনা শনাক্তে আরটিপিসিআর কিট তৈরি করেছে করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। সাশ্রয়ী মূল্যের এ কিট ব্যবহারে সন্দেহজনক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানা যাবে। আর এ জন্য খরচ করতে হবে মাত্র ২৫০ টাকায়। অর্থাৎ বিসিএসআইআরের উদ্ভাবিত নতুন এ কিটে করোনা পরীক্ষা হবে মাত্র ২৫০ টাকায়। আজ রোববার সায়েন্সল্যাবে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


বিসিএসআইআর কর্তৃপক্ষ জানায়, করোনা শনাক্তে বর্তমানে কিউআরটি- পিসিআর কিট ব্যবহৃত হচ্ছে তা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। প্রতিটি পরীক্ষায় ব্যয় হয় আনুমানিক তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা।বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ বিপুল সংখ্যক শনাক্তকরণ কিট সম্পূর্ণই আমদানি করতে হয়, যা দেশের অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে।তবে তাদের উদ্ভাবিত নতুন এ কিটের মাধ্যমে নামমাত্র খরচে করোনা শনাক্ত করা যাবে। কিটটি বাজারে এলে এর দাম পড়বে ২৫০ টাকা। দেশীয় এ কিট দিয়ে ৪-৫ ঘণ্টায় করোনার প্রাথমিক উপস্থিতি নিশ্চিত করা যাবে।এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তর এই কিট উৎপাদনে অনুমোদন দিয়েছে। এছাড়া নৈতিক সম্মতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল গবেষণা পরিষদ।


প্রতিষ্ঠানটি জানায়, করোনা রোগীদের জন্য বিসিএসআইআর’র নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিটটি উদ্ভাবিত হয়েছে। যা একটি সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি। অন্যান্য আমদানি করা কিটের তুলনায় বেশি কার্যকরী এই কিট। এর মাধ্যমে একেবারেই ন্যূনতম সংখ্যক ভাইরাসকেও শনাক্ত করা যাবে। ফলে রোগের উপসর্গ প্রকাশের আগেই জানা যাবে ভাইরাসের উপস্থিতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us