জাঙ্ক ক্লিনার অ্যাপে ম্যালওয়্যার!

সমকাল প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১২:৩০

ম্যালওয়্যার ছড়ানোর দায়ে ১৩টি জনপ্রিয় অ্যাপকে প্লে-স্টোর থেকে অপসারণ করেছে গুগল। এর মধ্যে অধিকাংশই ফোনের জাঙ্ক ফাইল ক্লিনিং অ্যাপ। সংশ্নিষ্ট অ্যাপগুলো ইনস্টল করার পরে ফোনে একের পর এক বিজ্ঞাপন পাঠানো শুরু করে। এর মাধ্যমেই ম্যালওয়্যার ছড়াচ্ছিল এসব অ্যাপ। অ্যাপগুলোর মধ্যে কয়েকটি নাম ও আইকন নিয়মিত বদল করতে থাকে। ফলে ইনস্টল করার পরে ফোনে খুঁজে পেতেও সমস্যা হয়।


ইতোমধ্যে এই অ্যাপগুলো নিষিদ্ধ করে প্লে-স্টোর থেকে সরিয়ে নিলেও এখনও কয়েক লাখ ফোনে এই ১৩টি অ্যাপ ইনস্টল করা আছে। গ্রাহকদের এই অ্যাপগুলো ফোন থেকে মুছে দেওয়ার পরামর্শ দিয়েছে গুগল।


প্লে-স্টোর থেকে সরানো ১৩টি অ্যাপের মধ্যে ১০ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে জাঙ্ক ক্লিনার, ফুল ক্লিন, কুইক ক্লিনার ও কিপ ক্লিন; পাঁচ লক্ষাধিক ডাউনলোড হয়েছে পাওয়ার ডক্টর, সুপার ক্লিন, ফিঙ্গারটিপ ক্লিনার, উইন্ডি ক্লিন, কুল ক্লিন, স্ট্রং ক্লিন অ্যাপ এবং লক্ষাধিক ডাউনলোড হয়েছে ইজি ক্লিনার, কার্পেট ক্লিন ও মিটিয়োর ক্লিন অ্যাপ। অবশ্য ম্যালওয়্যার ছড়ানোর দায়ে এর আগে ৫০টি অ্যাপ নিষিদ্ধ করেছিল গুগল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us