হেরাথের বিশ্বাস, টাইগাররা ঘুরে দাঁড়াবে

সমকাল প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১২:২১

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় স্কোর গড়েও হার এড়াতে পারেনি সফরকারী বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজ বাঁচানোর মহারণে আজ জয়ের বিকল্প নেই তামিমদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।


স্পিন কোচ রঙ্গনা হেরাথের বিশ্বাস, তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ জানালেন, 'খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি। তবে ব্যাপারটা হল, কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমার বিশ্বাস, ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।'


জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোনো বাঁহাতি স্পিনার ছাড়াই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। এর মাশুলে বোলিং ইউনিট দৈন্যতার পরিচয় দিয়ে বরণ করেছে ৫ উইকেটের পরাজয়। তবে দ্বিতীয় ম্যাচে আর এমন ভুল করতে চায় না বাংলাদেশ। বাংলাদেশ শিবিরে একজন বাঁহাতি স্পিনারের অভাব অনুভব করেছেন হেরাথ।


তিনি বলেন, 'এখন অবশ্যই চিন্তা করলে মনে হয় (দলে বাঁহাতি স্পিনার থাকলে ভালো হতো)। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিকে ভুল বলব না। কারণ, যদি আগে বোলিং করতাম। তাহলে ভিন্ন হতো। পরের ম্যাচের আগে কম্বিনেশন কী হবে, সেটি ভাবতে হবে।'


হেরাথ আরও যোগ করেন, 'স্পিন বোলিং কোচ হিসেবে দলে স্পিনারদের চাই আমি। তবে প্রতিপক্ষ, দলের কম্বিনেশনের কথাও ভাবতে হবে। তবে আমি নিশ্চিত তাইজুল বা নাসুম ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবে এবং ভালোও করবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us