সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বছর রিলস সুবিধা চালু করে তারা। কিন্তু কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিকমাধ্যমটি। আর তাই এবার ইনস্টাগ্রামের রিলসকে জনপ্রিয় করতে নিজেদের লাইভ শপিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
নতুন এ পরকিল্পনার আওতায় ১ অক্টোবর বন্ধ হয়ে যাবে ফেসবুক লাইভ শপিং সুবিধা। এক ব্লগ বার্তায় ফেসবুক জানিয়েছে, লাইভ শপিং সুবিধা বন্ধের ফলে ফেসবুকে সরাসরি পণ্য বিক্রি এবং আর্থিক সেবার মাধ্যমে অর্থ সংগ্রহ করা যাবে না। সেবাটি বন্ধ হলেও ফেসবুক লাইভের মাধ্যমে বর্তমানের মতোই পণ্য প্রদর্শন এবং প্রচারণা চালানো যাবে। উল্লখ্যে, ইনস্টাগ্রাম রিলসের শপিং সুবিধা কাজে লাগিয়ে পণ্য বিক্রি এবং প্রচারণা চালানো যায়। ফলে ফেসবুকের লাইভ শপিং সুবিধা ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন।
সম্প্রতি টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের রিলস ফিচারে ভিডিও তৈরির সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম। ফলে ইনস্টাগ্রামের রিলসের মাধ্যমে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। শুধু তা–ই নয়, রিলসে পছন্দের অডিও ফাইল ব্যবহার করা সম্ভব।