মাত্র ২ লাখ টাকার জন্য...

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১১:৪৮

টাঙ্গাইলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১০ জনের ডাকাত দল যাত্রীদের কাছ থেকে যে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন লুট করেছে সেগুলোর মোট মূল্য মাত্র ২ লাখ টাকা।


ডাকাতির ঘটনার পর বাস যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মালামালের হিসেব নিয়ে তা লিপিবদ্ধ করেছে মধুপুর থানা পুলিশ।


বাস ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় দায়েরকৃত মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এবং মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'ঘটনার পর যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, ছিনিয়ে নেওয়া নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোনের মূল্য যোগ করে মোট অংক দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার টাকা। ঘটনার পর ৩-৪ জন যাত্রী চলে যাওয়ায় এই অংক ২ লাখের মতো বলে ধরে নেওয়া হয়েছে।'


তিনি জানান, যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোট ১৬টি মোবাইল ফোনের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ বাটন ফোন, যেগুলোর প্রতিটির মূল্য এক থেকে ২ হাজার টাকার কাছাকাছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us