পেলোসির তাইওয়ান সফরে এশিয়ার চিপ বাজারে অস্থিরতা

বণিক বার্তা প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৮:২৮

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি একদিনের সফরে সম্প্রতি তাইওয়ান আগমন করেছেন। ২৫ বছরের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো মার্কিন রাজনীতিবিদের তাইপে সফরকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এতে স্মার্টফোন, পিসিসহ শিল্পোৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর সরবরাহ চেইন সচল থাকার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। বৈশ্বিক চিপ উৎপাদনের ৭৫ শতাংশ হিস্যা এখন পূর্ব এশিয়ার। সবচেয়ে অগ্রসর চিপের ৯০ শতাংশ তৈরি হচ্ছে তাইওয়ানে। করোনা পরিস্থিতিতে সরবরাহ চেইন সংকট এবং তাইওয়ান নিয়ে চীনের পলিসি দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয় ছিল। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যখন বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়াচ্ছে এবং সরবরাহ চেইন বিঘ্নিত করছে তখন পেলোসির তাইওয়ান সফর আগুনে ঘি ঢেলে দিয়েছে।


পেলোসির সফরকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। গতকাল মার্কিন হাউজ স্পিকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে সবচেয়ে মাথাব্যথা শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসির। বিশ্বের অগ্রসর চিপের সিংহভাগই সরবরাহ করে তাইওয়ানভিত্তিক এ সেমিকন্ডাক্টর জায়ান্টটি। অ্যাপল, কোয়ালকম, মিডিয়াটেক, এনভিডিয়া, ইন্টেল, এএমডির মতো কোম্পানির ডিজাইনকৃত চিপ তৈরি করে টিএসএমসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us