স্ত্রী’র অকারণ সন্দেহে জীবন জেরবার? জানুন কোন কৌশলে ‘ঠিক’ হতে পারে সবকিছু

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১৬:৫১

সম্পর্কের প্রথম দিনটা যেমন থাকে আবার সম্পর্কে (Relationshi Issue) বেশ কিছুটা সময় পার করে এলে তাঁদের মধ্যে সমীকরণ একরকম থাকে না। তাই না! সময় বিশেষে ধীরে ধীরে অনেক কিছুই বদলে যায়। তাই বলে, সঙ্গীর হাত ছেড়ে যাওয়া কাজের কথা নয়। কিন্তু, একজন যদি দেখেন, তাঁর স্ত্রী অকারণেই সন্দেহ করছেন…সেই মহিলার ট্রাস্ট ইশ্যু (Trust Issues) আছে। তাহলে? তখন দাম্পত্য যেন দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু স্ত্রী’কে ভালোবাসেন বলে তাঁকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না অনেক পুরুষ।


কারণ আর কোনও সমস্যা তো নেই। স্ত্রী সব দিকেই খেয়াল রাখেন, যথেষ্ট ভালোবাসেন(Love)। কিন্তু কাউকে বিশ্বাস করতে একটু সমস্যা হয় তাঁর। আর তার প্রভাব বিবাহিত জীবনেও পড়ে। আপনার স্ত্রী’ও কি কারণে অকারণে আপনাকে সন্দেহ করতেই থাকে? কীভাবে সামাল দেবেন পরিস্থিতি, কীভাবে ঠিক করবেন, জেনে নিন বিস্তারিত…

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us