চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিনতেনদোর পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ১০০ কোটি ইয়েন (৭৬ কোটি ডলার)। সে হিসাবে মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নিনতেনদোর ফ্ল্যাগশিপ ব্যবসা সুইচের বিক্রি নিম্নমুখী হওয়ায় পরিচালন মুনাফা কমেছে প্রতিষ্ঠানটির।
মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দরপতন ঘটেছে। এরই ধারাবাহিকতায় মুনাফা বেড়েছে নিনতেনদোর। প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৮০০ কোটি ইয়েনে উন্নীত হয়। গেমিং প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮০ শতাংশ আসে বিদেশী বাজার থেকে।
এপ্রিল-জুন প্রান্তিকে নিনতেনদো ৩৪ লাখ ৩০ হাজার সুইচ কনসোল বিক্রি করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৪ লাখ ৫০ হাজার ইউনিট। এতে আয় নিম্নমুখী হয়েছে প্রতিষ্ঠানটির।