বর্তমানে নতুন মডেলের মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে কার্যকারিতার চেয়ে বেশি নজর দেওয়া হয় হালকা ও আকর্ষণীয় ডিজাইনের ওপর। যার ফলে একটু পুরনো হলেই ব্যাটারি হয়ে পড়ে দুর্বল। কর্মব্যস্ত দিনে চার্জ ব্যাকআপ নিয়ে বিপাকে পড়তে দেখা যায় অনেককে।
তবে, কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে এ ধরনের সমস্যা এড়ানো যায় সহজে।
এ ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি নোট ৯ মডেলের অ্যান্ড্রয়েড ১০ ভার্সন ব্যবহার করার মাধ্যমে কিছু দিক-নির্দেশনা দেওয়া হলো। এসব ফিচারে অন্যান্য মোবাইল ফোন এবং অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী কিছুটা ভিন্নতা থাকতে পারে।
ব্যাটারি অপটিমাইজেশন
স্যামসাং ডিভাইসগুলোতে ব্যবহৃত একটি টুল স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির ব্যবহারকে অপটিমাইজ করতে পারে। যা ব্যাকগ্রাউন্ডে চলমান যেকোনো অ্যাপকে বন্ধ করার পাশাপাশি কোনো অ্যাপ ব্যবহারে বেশি চার্জ ব্যয় হচ্ছে কি না সেদিকেও নজর রাখতে পারে।
'স্লিপ' অপশন ব্যবহার
স্যামসাং ডিভাইসে অব্যবহৃত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে না চলার বিষয়টি নিশ্চিত করার জন্য 'স্লিপ' অপশনে রাখা যেতে পারে। এর মাধ্যমে ওই অ্যাপ থেকে নোটিফিকেশন বা আপডেট পাওয়া থেকে বিরত থাকা যাবে বিধায় ব্যাটারির চার্জও সাশ্রয় হবে। তবে অ্যাপগুলো পুনরায় ব্যবহার করলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলা শুরু হবে।