নামের সঙ্গে জড়িয়ে থাকে প্রথম পরিচয়, ছেলের নামকরণের আগে দেখে নিন তালিকা!

এইসময় (ভারত) প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ২১:২৩

আমাদের জীবনে নামের প্রভাব অত্যন্ত গভীর। একটি শিশুর নামকরণের সময়, এটির অর্থ জানাও ভাল। এখানে আমরা শিশুদের এমন কিছু নাম বলছি যার অর্থ পানি। শিশুর নামের


সন্তানের সুখ মানেই বাবা-মায়েরও সুখ। প্রত্যেক বাবা-মা চান তাদের সন্তান সাফল্যের শিখরে পৌঁছোক। বাবা-মারা তাদের সন্তানের জীবন সুখী করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। সন্তানের জন্য নাম নির্বাচন তার মধ্যে পড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাচ্চার নাম গোটা জীবনকে প্রভাবিত করে। সন্তানের যে নামই রাখবেন, তার যেন নির্দিষ্ট ও সুন্দর অর্থ থাকে।


নাম শুধু শিশুর পরিচয়ই দেয় না, জীবনে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার বাড়িতে একটি ছোট অতিথি আসার খবর থাকে, তাহলে ভবিষ্যতের কথা ভেবে তার নামকরণ করুন। এই প্রতিবেদনে জল সম্পর্কিত কিছু অনন্য নামের উদাহরণ দেওয়া হল। দেখে নিন সেগুলি কী কী
শিশুর নামের তালিকা


অর্ণব: অর্ণব নামটি যেমন অনন্য, এর অর্থও খুব সুন্দর। এই নামের অর্থ হল মহাসাগর, বায়ু, সূর্য, তরঙ্গ, স্রোত এবং মহাসাগর।


নীহার: আপনি যদি আপনার বাচ্চা ছেলের নাম নীহার রাখার কথা ভাবছেন তাহলে আপনি খুব ভালো নাম ভেবেছেন। নীহার মানে কুয়াশা, কুয়াশা, শিশির। এই নামটি রেখে আপনি আপনার সন্তানকে একটি অনন্য নাম দেওয়ার পাশাপাশি তার জীবনে জলের মতো শীতলতা দিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us