মাতৃগর্ভে আট মাস পার। পৃথিবীর আলো দেখার জন্য ছটফট করছে সোনম কপূরের সন্তান। শোনা যাচ্ছে, অগস্টেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। লন্ডনে স্বামী আনন্দ অহুজার সঙ্গে সুখে-আহ্লাদে চলছে তারই প্রস্তুতি।
মুম্বইয়ে কপূর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হবেন অনিল কপূর। এক সাক্ষাৎকারে বলেন, ‘‘জীবনের সমস্ত পর্ব উপভোগ করেছি। এটাও করব।’’ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, কপূর বংশে এই প্রজন্মে সোনমই প্রথম নতুন সদস্য আনছেন।
তার জন্য সমস্ত ব্যবস্থা সারা। লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে কম করে ছ’মাস কাটাবেন। পরিবারের সান্নিধ্যে লালন করবেন সদ্যোজাতকে।