Asia Cup 2022: কেন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করতে পারল না শ্রীলঙ্কা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৪:৫৬

দেশজুড়ে চলতে থাকা চরম আর্থিক এবং রাজনৈতিক সঙ্কটের মধ্যেও অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপের মতো প্রতিযোগিতা নিজেদের দেশে আয়োজন করতে অপারগ তারা। বিস্তর টালবাহানার পর সম্প্রতি জানানো হয়েছে, এ বারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।কেন এশিয়া কাপ আয়োজন করতে পারল না শ্রীলঙ্কা?


নেপথ্যে উঠে এসেছে চারটি কারণ— যাতায়াতের সমস্যা, নিরাপত্তা, স্পনসর এবং সম্প্রচারের অভাব। শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থার সচিব মোহন ডি সিলভা সংবাদমাধ্যমকে বলেছেন, “এই প্রতিযোগিতার সঙ্গে অনেকে যুক্ত। এই পরিস্থিতিতে তাদের আস্থা অর্জন করা সম্ভব নয়। শুধু সদস্য দেশগুলির সমস্যা হবে তা-ই নয়। এই মাপের প্রতিযোগিতা আয়োজন করার জন্য যাদের দরকার, সেই সম্প্রচারকারী, স্পনসর জোগাড় করা অসম্ভব। গোটা বিশ্বে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রচার করা হয়েছে। পেট্রল পাম্পে লাইন, ফাঁকা গ্যাসের সিলিন্ডার দেখানো হয়েছে। এতে আরও অসুবিধা হয়েছে আমাদের।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us